ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৯:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২

বেলারুশ সীমান্তবর্তী গোমেল এলাকায় আলোচনার টেবিলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল, ছবি- বিবিসি।

বেলারুশ সীমান্তবর্তী গোমেল এলাকায় আলোচনার টেবিলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল, ছবি- বিবিসি।

অবশেষে শুরু হল রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা। রুশ বাহিনী ইউক্রেনে প্রবেশের পঞ্চম দিনের মাথায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে।

সোমবার স্থানীয় সময় দুপুর ১টার একটু আগে বেলারুশ সীমান্তবর্তী গোমেল এলাকায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে এ শান্তি আলোচনা শুরু হয় বলেই জানান বিবিসি।

শান্তি আলোচনার আগে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, তারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং রুশ সেনা প্রত্যাহার চায়।

তবে রাশিয়ান আলোচক ভ্লাদিমির মেডিনস্কির মতে, মস্কো একটি চুক্তিতে পৌঁছাতে চায়, যা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে।

বৈঠক শুরু হওয়ার আগে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান সৈন্যদের তাদের অস্ত্র জমা দেয়ার আহ্বান জানান এবং অবিলম্বে ইউক্রেনকে সদস্যপদ দেয়ার জন্য ইইউ’র প্রতি আহ্বান জানান।

এর আগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ঘোষণা করে যে, তাদের প্রতিনিধিদল রাশিয়ার প্রতিনিধি দলের সাথে আলোচনা করতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে। তারা বলেছেন, তাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় একটি যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহার।

এর আগে জানা যায় যে, লজিস্টিক এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে আলোচনা পেছানো হয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি এই আলোচনা থেকে কোনো অগ্রগতি আশা করেন না।

তবে একইসাথে তিনি বলেন, খুব ছোট হলেও তাদের এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা উচিৎ যাতে কেউ ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার চেষ্টা না করার জন্য দোষ দিতে না পারে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি