ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দাগি আসামিদের ছেড়ে দিচ্ছে ইউক্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, রাশিয়ার সাথে লড়াইতে ইউক্রেনকে রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নৈতিকতার বিবেচনায় এমন সিদ্ধান্ত সহজ নয়। কিন্তু প্রতিরক্ষার জন্য এটি কাজে লাগবে।

ভিডিওতে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সৈন্যদের অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানান। খবর বিবিসির

রুশ সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অস্ত্র ত্যাগ করো। এদেশে থেকে চলে যাও। তোমাদের কম্যান্ডারদের বিশ্বাস করোনা। প্রোপাগান্ডা বিশ্বাস করোনা। নিজের জীবন বাঁচাও।’

ইউক্রেনকে দ্রুত সদস্য করে নেয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলেছে তারা ইউক্রেনে লোকদের ট্রেনে উঠতে বাধা দেওয়ার খবর পাচ্ছে। একজন মুখপাত্র টুইট করেছেন যে ইউএনএইচসিআর এ ধরনের খবর খতিয়ে দেখছে।

ইউএনএইচসিআর হিসাব দিয়েছে এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশি দেশগুলোতে পালিয়ে গেছে।

মুখপাত্র বলেছেন যে, ইউএনএইচসিআর ‘ইউক্রেন থেকে পালিয়ে আসা এই লোকদের শরণার্থী হিসাবে বিবেচনা করে।’

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি