ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গুলি করে ৩ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ১ মার্চ ২০২২

ছবি: এএফপি

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের একটি গির্জায় বাবার ছোড়া গুলিতে তার তিন শিশু নিহত হয়েছে। পরে ওই ব্যক্তি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।

এদিকে ক্যালিফোর্নিয়ার সাক্রেমান্টর কাছে ওই ঘটনায় পঞ্চম এক ব্যক্তি মারা গেছেন। ওই ব্যক্তি আত্মীয় ছিলেন কিনা তা জানা যায়নি। তবে পুলিশ জানায়, এটি একটি ‘পারিবারিক ঘটনা’ ছিল।

সাক্রেমান্ট কাউন্টি শেরিফের দপ্তরের সার্জেন্ট রড গ্রাসম্যান সাংবাদিকদের বলেন, “নিহত তিন শিশুর সকলের বয়স ১৫ বছরের কম।”

তিনি বলেন, “স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ০৭ মিনিটে আমাদেরকে জানানো হয় যে- ওই গির্জার ভিতরে গুলির ঘটনা ঘটেছে। আমরা সেখান থেকে বয়স্ক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি। সে গুলি করে ১৫ বছরের কম বয়সের তার তিন শিশুকে হত্যা করে। পরে নিজে আত্মহত্যা করেন। সেখানে মারা যাওয়া পঞ্চম ব্যক্তি তাদের আত্মীয় কিনা তা জানা যায়নি।”

পুলিশ জানায়, এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায়শই এ ধরনের হত্যার ঘটনা ঘটে থাকে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি