ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জেলেনস্কিকে হত্যা করতে ইউক্রেনে ‘পুতিনের বিশেষ বাহিনী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১ মার্চ ২০২২ | আপডেট: ১৪:৫৮, ১ মার্চ ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ একটি ভাড়াটে বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে দেশটিতে অবস্থান করছে। 

নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা জেলেনস্কিকে হত্যা করবে বলে ব্রিটেনের পত্রিকা দ্য মিররের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

‘ওয়াগনার’ নামের ওই ভাড়াটে বাহিনীর সদস্যরা ভারি অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় এক মাস ধরে ইউক্রেনে অবস্থান করছে বলে জানিয়েছে পত্রিকাটি।

মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ‘খুনি দলের’ সদস্যদের মধ্যে রাশিয়া ছাড়াও বেলারুশ, সার্বিয়া ও ইউক্রেনের সাবেক এবং বর্তমান সেনারা রয়েছেন। 

প্রায় ৪০০ জনকে নিয়ে গঠিত দলটিতে ডাকাত, খুনি, ধর্ষক ও যুদ্ধাপরাধ মামলার আসামিরাও আছেন।  

ধারণা করা হচ্ছে এই দলটির হিট লিস্টে প্রেসিডেন্ট জেলেনস্কিসহ ইউক্রেনের ২৩ জন বিশিষ্ট ব্যক্তির নাম রয়েছে।

দ্য টাইমস জানিয়েছে, জেলেনস্কি এবং তার সরকারকে সরিয়ে ফেলতে ক্রেমলিনের নির্দেশের অপেক্ষায় আছে ওই ভাড়াটে খুনিরা। 

হত্যা পরিকল্পনা বাস্তবায়নের জন্য দলটিকে মোটা অংকের পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি কয়েকদিনের মধ্যে অভিযান শেষ করে যাতে তারা নিরাপদে ইউক্রেনে ছাড়তে পারে, সেই ব্যবস্থা করাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।   

পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগী পরিচালিত ওয়াগনার বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে দ্য টাইমস জানিয়েছে, পুরো ইউক্রেনেজুড়ে রাশিয়ার দুই হাজার থেকে চার হাজার ভাড়াটে সেনা কাজ করছে। এদের মধ্যে ৪০০ সেনা বেলারুশ হয়ে রাজধানী কিয়েভে ঢুকেছে। 

তবে ক্রেমলিন এ ধরনের কোনো বাহিনী পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে। 
এএইচএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি