ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইউক্রেন সঙ্কট: পুতিনের পাশে কিম জং উন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১ মার্চ ২০২২ | আপডেট: ১৮:১৫, ১ মার্চ ২০২২

রাশিয়া-ইউক্রেন সঙ্কটে রাশিয়াকে সমর্থন দিলেও এতোদিন নীরবই ছিল উত্তর কোরিয়া। তবে শেষ পর্যন্ত নীরবতা ভাঙলো দেশটি। ইউক্রেন সংকটের জন্য রাশিয়ার আগ্রাসন নয় বরং পশ্চিমাদের ‘আধিপত্যবাদী নীতি’ ও ‘স্বেচ্ছাচারী আচরণকেই’ দায়ী করেছে উত্তর কোরিয়া। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, পশ্চিমারা অন্য দেশগুলোর বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার’ করছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও রুশ বার্তা সংস্থা তাস।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি, যার মাধ্যমে তারা অন্য দেশগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাচার ও ক্ষমতার অপব্যবহার করে।

উত্তর কোরিয়ার অভিযোগ, ইউরোপে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন ও পূর্বে ন্যাটো সম্প্রসারণ প্রচেষ্টার মাধ্যমে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। এ বিষয়ে রাশিয়ার দাবি ‘বৈধ ও যৌক্তিক’ হওয়া সত্ত্বেও সেগুলো উপেক্ষা করা হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি