ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কেউ আমাদের মচকাতে পারবে না: জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ১ মার্চ ২০২২

ভিডিও কলে জেলেনস্কি

ভিডিও কলে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “আমাদের কেউ মচকাতে পারবে না, কারণ আমরা ইউক্রেনিয়ান।” 

মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের এক বিশেষ সভায় ভিডিও কলে যোগ দিয়ে নিজের ভাষণে তিনি আরও বলেন, তার দেশে এখন যা হচ্ছে, তা একটি ট্রাজেডি এবং ইউেক্রনিয়ানরা তাদের “দেশ, জীবন এবং মুক্তির” জন্য যুদ্ধ করছে।

জেলেনস্কির এই ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্টের কক্ষে এক আবেগ-ঘন পরিবেশ তৈরি হয়। ইউরোপীয় এমপি এবং কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে হাততালি দেন।

ইউরোপীয় এমপিদের উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, “প্রমাণ করুণ আপনারা অমাদের সাথে আছেন, প্রমাণ করুণ ইউক্রেনকে আপনারা বর্জন করবেন না।“

এর দুইদিন আগে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি এই বলে আহ্বান জানান যে, ইউক্রেনকে যেন দ্রুত জোটের সদস্যপদ দেয়া হয়। এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক অনুরোধও করেন তিনি। সূত্র- বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি