ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চক্রব্যূহে ইউক্রেন, চার দিক ঘিরে হামলা রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ১ মার্চ ২০২২ | আপডেট: ২২:৫২, ১ মার্চ ২০২২

রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ পঞ্চম দিন পার করল। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের টেলিভিশন টাওয়ারে হামলা হয়েছে বলে জানা গেছে। সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। 

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বেশ কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে এবং বেশ কিছু সময়ের জন্য চ্যানেলগুলো কাজ করবে না।’

সংবাদ সংস্থা রয়টার্সের একটি রিপোর্ট বলছে, ইউক্রেন এখন রাশিয়া সেনার চক্রব্যূহে বন্দি। চার দিক থেকে ইউক্রেন ঘিরে তারা ক্রমশ এগোচ্ছে আরও ভিতরে। 

রাজধানী কিয়েভের সীমানা পেরচ্ছে রুশ সেনা। অন্য দিকে ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে চেরনোবিল পারমানবিক কেন্দ্র। ইউক্রেনের খেরসন দিয়েও ঢুকে পড়েছে রাশিয়ার অন্য এক সেনাদল।

রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিয়েছে বলে শহরের বাসিন্দাদের সতর্ক করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার বিকালের দিকে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেছেন ইউক্রেনের "নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাই-অপ সেন্টার” টার্গেট করে হামলা চালানো হবে। এ সব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।

রুশ বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের যেসব নাগরিক জাতীয়তাবাদীদের উসকানিতে তৎপর তাদের এবং কিয়েভের অন্য বাসিন্দা যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।’

জানা যাচ্ছে, রাশিয়া মোট চার দিক থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে। একটি সেনা দলের লক্ষ্য রাজধানী কিয়েভ। আর একটি সেনা দল এগোচ্ছে খারকিভকে কেন্দ্র করে। ইউক্রেনের সরকারি সূত্র জানাচ্ছে, সোমবারই খারকিভে রুশ সেনার ছোড়া বিস্ফোরকে একাধিক সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

পুতিন-সেনার অন্য একটি দল ডনবাস কেন্দ্রে হামলা চালাচ্ছে। রুশ সমর্থিত লুহনস্কের পূর্ব প্রদেশে আবার হামলা চালায় ইউক্রেন। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল কেন্দ্রে ধ্বংস হয়ে গিয়েছে।

আবার ক্রিমিয়া কেন্দ্র বরাবর রুশ হামলায় নিহত হয়েছেন ১০ গ্রিক নাগরিক। মারিয়োপোলে মৃত্যু হয়েছে ছয় ইউক্রেন নাগরিকের। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাশিয়ার সামরিক অভিযান ঠেকাতে জরুরিভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করেছেন ইউক্রেন রাষ্ট্রপতি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি