ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রুশ হামলায় জ্বলছে কিয়েভের টিভি টাওয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ২ মার্চ ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভের সুনির্দিষ্ট কয়েকটি নিশানায় হামলা চালানোর হুমকি দিয়ে অধিবাসীদের সতর্ক করার পরই নগরীর কেন্দ্রস্থলে টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এ সময় কিয়েভের টেলিভিশন টাওয়ার থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টাওয়ারে রাশিয়া হামলা করেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বেশ কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে এবং বেশ কিছু সময়ের জন্য চ্যানেলগুলো কাজ করবে না।’

বিবিসি জানায়, ইউক্রেন সরকারের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।

সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে, টিভি টাওয়ারস্থলে বিস্ফোরণ হয়েছে। ফুটেজটি যাচাই করে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকালের দিকে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেছিলেন ইউক্রেনের ‘নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাই-অপ সেন্টার টার্গেট করে হামলা চালানো হবে। এ সব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।’

রুশ বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউক্রেনের যেসব নাগরিক জাতীয়তাবাদীদের উসকানিতে তৎপর তাদের এবং কিয়েভের অন্য বাসিন্দা যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।’

জানা যাচ্ছে, রাশিয়া মোট চার দিক থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে। একটি সেনা দলের লক্ষ্য রাজধানী কিয়েভ। আর একটি সেনা দল এগোচ্ছে খারকিভকে কেন্দ্র করে। ইউক্রেনের সরকারি সূত্র জানাচ্ছে, সোমবারই খারকিভে রুশ সেনার ছোড়া বিস্ফোরকে একাধিক সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি