ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে দেশে ফিরলেন ৮০ হাজার ইউক্রেনীয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ২ মার্চ ২০২২

রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে নিজ দেশ ইউক্রেনে ফিরেছেন দেশটির অন্তত ৮০ হাজার প্রবাসী নাগরিক। 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে ফেরত আসা এই ৮০ হাজার নাগরিকের বেশিরভাগই পুরুষ। তারা বিভিন্ন সামরিক পদে এবং অন্যান্য আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে কাজ করেছিলেন। 

রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা।

উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই। দেশ ছাড়া হন বহু ইউক্রেনীয়।

ইউক্রেন আগ্রাসনের ষষ্ঠ দিনে রাজধানী কিয়েভ উপকণ্ঠে উপস্থিত হয়েছে রাশিয়ার বিশাল সেনাবহর।

এরই মধ্যে যুদ্ধ থামানো এবং সংকট সমাধানের চেষ্টার অংশ হিসেবে বুধবার ফের বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন।

পূর্বের মতই ইউক্রেন-বেলারুশ সীমান্তে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এর আগে বেশ কিছু শর্ত সাপেক্ষে শেষ হয় দুই দেশের প্রতিনিধিদের প্রথম দফার বৈঠক। যদিও ওই বৈঠক থেকে কোনই সমাধান আসেনি। 

সূত্র: দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি