ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ানদের দেশত্যাগে বিচিত্র নিষেধাজ্ঞা পুতিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

এখন থেকে ১০ হাজার মার্কিন ডলারের (৭ হাজার ৫০০ ইউরো) বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে দেশত্যাগ করতে পারবেন না রাশিয়ার নাগরিকরা।

সম্প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক ডিক্রি জারি করেছেন। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বুধবার থেকেই নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। রাশিয়ার অর্থনীতিতে ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও পশ্চিমা দেশগুলোর এসব নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে।

এসব নিষেধাজ্ঞার ফলে রুবলের দাম কমে যাওয়ার পর এ ঘোষণা এলো।

এদিকে রাশিয়ায় যারা অনলাইনে শপিং করেন তারা বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকির পণ্য ক্রয় করতে পারছেন না।

রাশিয়ার ক্রেতারা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নাইকির পণ্য অর্ডার করতে পারছেন না।

রাশিয়ায় বসে যারা নাইকির ওয়েবসাইটে ঢুকেছেন তারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন।

সেখানে লেখা আছে - এখানে নাইকির অর্ডার নিশ্চিত করা যাচ্ছে না। এর পরিবর্তে অনলাইন ক্রেতাদের নিকটস্থ নাইকির রিটেইল শপের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে।

ইউক্রেনে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নাইকি রাশিয়াতে তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি