ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ইউক্রেন-রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ৪ মার্চ ২০২২ | আপডেট: ০০:০৮, ৪ মার্চ ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে শান্তি স্থাপনের পথ খুঁজে বের করতে বেলারুশে দ্বিতীয় দফা আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। এ বৈঠকে ইউক্রেনের ন্যূনতম লক্ষ্য হচ্ছে রাশিয়াকে মানবিক করিডোরে রাজি করানো।    

বিবিসি জানায়, ইউক্রেনীয়ান আলোচক দাভিদ আরাখামিয়া বলছেন, কিয়েভের ন্যূনতম লক্ষ্য হচ্ছে রাশিয়াকে মানবিক করিডোর প্রতিষ্ঠার জন্য রাজি করানো, যাতে বেসামরিক মানুষেরা সংঘাতপূর্ণ এলাকাগুলো ছেড়ে পালাতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বৃহস্পতিবার এক টুইটে বৈঠকের মূল আলোচ্যসূচি কী কী তা জানিয়েছেন। এর মধ্যে- মানবিক করিডোর ছাড়াও আছে দ্রুত যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি চুক্তি করা নিয়ে আলোচনা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধিরা প্রথম দফা বৈঠকে মিলিত হন। কিন্তু কোনো ধরনের সুরাহা ছাড়াই ওই দিন বৈঠক শেষ হয়। বেলারুশের গোমেল অঞ্চলে পাঁচ ঘণ্টা ধরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি