ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘চেরনোবিলের কর্মীরা শীতার্ত, ক্ষুধার্ত এবং ক্লান্ত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ৪ মার্চ ২০২২

ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

Ekushey Television Ltd.

রাশিয়ার সামরিক বাহিনী দখল নেওয়ার পর থেকে ইউক্রেনের নিষ্ক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা ক্ষুধার্ত এবং ক্লান্ত। যেকারণে স্পর্শকাতর এই বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণে তারা ভুল করার অধিক সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধান পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। 

একজন কর্মীর এক আত্মীয় জানিয়েছেন যে, কর্মীরা পরিষ্কার বস্ত্র ও কম্বল ছাড়া রয়েছেন এবং তাদেরকে প্রতিদিন মাত্র একবার খেতে দেওয়া হচ্ছে।

ঐ কর্মীরা এক সপ্তাহ ধরে একটানা কাজ করে যাচ্ছেন। তাদের পাহারারত রাশিয়ার সৈন্যরাও খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্কটে রয়েছেন এবং স্থানীয় গ্রামগুলোতে খাবারের সন্ধানে ঘুরছেন বলে জানা গেছে।

ঐ নারী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ভেতরে অবস্থানকারী তার এক আত্মীয়ের সাথে যোগাযোগ করে এমনটাই জানতে পেরেছেন। 

২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পর, বেলারুশের সীমান্ত থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরের এই স্থাপনাটি তাদের দখলে আসে। সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা ১৫০জন ন্যাশনাল গার্ড সেনাকে দ্রুত পরাস্ত করে রুশ সেনারা, যদিও সেখানে কেউ নিহত হয়নি বলে তারা জানায়।

এর দুইদিন পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম জানায় যে, স্থাপনাটির যৌথ নিরাপত্তা বিষয়ে ইউক্রেনের ন্যাশনাল গার্ড ও রাশিয়ার বাহিনীর মধ্যে সমঝোতা হয়েছে।

সব মিলিয়ে ওই বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ৩০০জন ইউক্রেনের নাগরিক আটক রয়েছেন।

সেখানকার রাত্রীকালীন কর্মীরা সাধারণত ১২ ঘন্টা দায়িত্ব পালন করলেও, রুশ বাহিনীর দখলের পর থেকে তাদের দায়িত্বে অব্যাহতি দেওয়া হয়নি। তারা এখনও পর্যন্ত পরপর ১৪টি শিফট একটানা কাজ করেছেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি