ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ৪ মার্চ ২০২২

পাকিস্তানের একটি মসজিদের ভেতরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শুক্রবার পেশোয়ারের কোচা রিসালদারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পেশোয়ারের প্রশাসন জানিয়েছেন, হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টা করতে গেলে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বাধা দেয় নিরাপত্তা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। এ সময় গুলি চালায় ওই দুই ব্যক্তি। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটিতে এই আত্মাঘাতী হামলা চালানো হয়। 

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটির এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি