ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আর কোনও নিষেধাজ্ঞা নয়: পুতিনের হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ৪ মার্চ ২০২২ | আপডেট: ২০:০৮, ৪ মার্চ ২০২২

রাশিয়ার ইউক্রেনের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। নতুন করে আরও নিষেধাজ্ঞার জন্য পথ খুঁজছে।

ঠিক এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘রাশিয়ার ওপর আর কোন নিষেধাজ্ঞা নয়’। 

পুতিন বলেন, ‘যারা ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করছে, তারা যেন তার দেশের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটায়।’

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘রোসিয়া টোয়েন্টিফোর নিউজ চ্যানেলে’ সম্প্রচারিত এক সরকারি সভায় বক্তব্য দেওয়ার সময় পুতিন এ হুঁশিয়ারি দেন। খবর বিবিসির

এ সময় তিনি বলেন, ‘প্রতিবেশি দেশটির বিরুদ্ধে আমাদের কোনও অসৎ উদ্দেশ্য নেই এবং সম্পর্কের অবনতি ঘটে এমন কোনও পদক্ষেপ প্রতিবেশি দেশগুলোর নেওয়ার প্রয়োজন নেই বলেই তার সরকার মনে করে।’

পুতিন বলেন, ‘আমি মনে করি সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা করা যায় এবং সম্পর্কোন্নয়ন করা যায, সেটাই সবার চিন্তা করা উচিত।’

রাশিয়ার প্রেসিডেন্টের এসব মন্তব্য এমন সময় এলো যখন রাশিয়ার ওপর কীভাবে চাপ বাড়ানো যায় তার পথ খুঁজে বের করার জন্য পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠক শুরু করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি