ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউক্রেনের মানবিক সংকট নিয়ে বৈঠকে নিরাপত্তা পরিষদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ৫ মার্চ ২০২২

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেনের মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। কূটনৈতিক সূত্র সমূহ এ কথা জানায়। 

আন্তর্জাতিক গণমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক জানান, জরুরি এ বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সম্ভাব্য একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে বসবে। 

মেক্সিকো ও ফ্রান্সের প্রস্তাবে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানায় সূত্রটি। প্রস্তাবে ইউক্রেনে রুশ শত্রুতার অবসান, মানবিক সহায়তার অবাধ প্রবাহ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি রয়েছে।

যদিও এ প্রস্তাব পাশে যুক্তরাষ্ট্র বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশটির দাবি এ প্রস্তাবে উল্লেখ থাকতে হবে মানবিক সংকটের জন্য রাশিয়া স্পষ্টত দায়ী। অপর এক কূটনীতিক এ কথা জানান। 

ফ্রান্স গত মঙ্গলবারই প্রস্তাবের ওপর ভোটাভুটি চেয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি