রাশিয়াকে চাপে ফেলতে বাইডেন-জেলেনস্কি ফোনালাপ
প্রকাশিত : ১২:২২, ৬ মার্চ ২০২২ | আপডেট: ১২:২৫, ৬ মার্চ ২০২২
তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে এর আগে বেলারুশে উভয়পক্ষ আরো দুই দফা বৈঠক করেছে। যদিও ওই দুই বৈঠক থেকে কোনও সমাধান আসেনি। এদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আবারও ফোনে কথা বলেছেন বাইডেন ও জেলেনস্কি।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের পার্লামেন্টারি নেতা এবং প্রতিনিধি দলের সদস্য আরাখামিয়া তার ফেসবুক পেজে বলেন, সোমবার তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে কথা বলেছেন।
উভয়ে অথনৈতিক সহযোগিতা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করেন।
জেলেনস্কি এক ঘোষণায় এ কথা জানান।
এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, "ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমাদের মধ্যে আরেক দফা কথা হয়েছে। আমরা ইউক্রেনকে অর্থনৈতিক সহযোগিতা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে কথা বলেছি।"
এসবি/
আরও পড়ুন