ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রুশ কবল থেকে বাঁচাতে হবে শহর, ব্যারিকেড গড়ছে ইউক্রেনীয় শিশু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ৬ মার্চ ২০২২ | আপডেট: ১৩:০৬, ৬ মার্চ ২০২২

টানা ১১ দিনের যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান ঘোষণা করার পর থেকে একের পর এক শহরে বোমা ফেলেছে পুতিনের দেশ। রাস্তায় টহল দিচ্ছে রুশ সেনা। মাথার উপর চক্কর মারছে বোমারু বিমান। রাজধানী কিয়েভ দখল করতে না পারলেও ইউক্রেনের একাধিক শহরই এখন রুশ বাহিনীর দখলে। কোথায় গিয়ে যে এই যুদ্ধের শেষ, তা জানেন না বাসিন্দারা। তবু মরিয়া চেষ্টা করতে ছাড়ছেন না তারা। রুশ সেনাকে আটকাতে দ্রুত হাতে গড়ে তুলছেন ব্যারিকেড। আর তাতে হাত লাগিয়েছে শিশুরাও। কীভাবে দিন কাটাচ্ছেন ইউক্রেনের উপকূল ওডেসার বাসিন্দারা?
 
ইউক্রেনের উপকূলীয় শহর ওডেসা। শান্ত, সুন্দর দেশটা এক সপ্তাহের মাথায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সব সময় আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বাসিন্দাদের।

এই বুঝি বোমার বৃষ্টি নামল আকাশ থেকে। এই বুঝি মৃত্যু এসে কড়া নাড়ল দরজায়। ইতিমধ্যে অনেক বাসিন্দাই দেশ ছাড়তে শুরু করেছেন। বেঁচে থাকার আশায় ভিড় জমিয়েছে পড়শি দেশের সীমান্তে।

তবে ওডেসার বাসিন্দারা ব্যাস্ত হাতে আগলাচ্ছেন শহর। গড়ে তুলছেন প্রতিরোধ। বয়স্ক থেকে শিশু- কেউ পিছিয়ে থাকেননি এ কাজে। যে কোনও ভাবে রুশ হামলার হাত থেকে বাঁচাতেই হবে শহরটাকে।

তাই মানব-চেন বানিয়ে দ্রুত হাতে বাসিন্দারা বালি ভরছেন বস্তায়। নারীরা হাতে হাত লাগিয়ে সেসব তুলে দিচ্ছেন ট্রাকে। সে সব বয়ে আনা হচ্ছে শহরের মাঝখানে। গড়ে তোলা হচ্ছে ব্যারিকেড।

এককালে এই ওডেসা ছিল ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় পর্যটনস্থলগুলির একটি। দেশবিদেশ থেকে পর্যটকেরা আসতেন উপকূল-শহর ঘুরতে। তবে দিন কয়েকের যুদ্ধ সেসব স্মৃতি যেন এক লহমায় মুছে দিয়েছে। এখন শহর জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় ব্যারিকেড গড়ার তাড়া।

ইতিমধ্যেই উপকূলীয় শহর খেরসন দখল করেছে রুশ বাহিনী। এখনও মাঝেসাঝেই ওডেসার মানুষের কানে ভেসে আসছে যুদ্ধের সাইরেন। আর সেই শব্দ পেলেই ব্যারিকেড গড়ার কাজ বন্ধ রেখে তারা আশ্রয় নিচ্ছেন মাটির নিচের বাঙ্কারে। তার পর সব একটু শান্ত হলেই আবার বেড়িয়ে এসে হাত লাগাচ্ছেন ব্যারিকেড গড়ার কাজে।

বাড়ির নারীরা সদ্যজাতদের রেখে আসছেন মাটির নিচের ওই আশ্রয়েই। স্বাভাবিক জীবনযাপন, সেসব এখন স্বপ্ন বলেই মনে হচ্ছে ইউক্রেনবাসীর।

স্কুল নেই, পড়াশোনা নেই। এখন বস্তায় বালি ভরার কাজে ভীষণ ব্যস্ত শিশুরাও।

ইতিমধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রটির দখল নিয়েছে রুশ সেনা। সেখানে রুশ বোমা আছড়ে পড়ে আগুন লেগেছিল বলেও খবর মিলেছে। তেজস্ক্রীয়তা ছড়ানোর আশঙ্কায় কাঁপছে ইউক্রেনবাসী। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল।

রাশিয়াকে প্রতিহত করতে শুধু সরকার বা ইউক্রেনের সেনার উপরে ভরসা করতে পারছেন না ইউক্রেনের মানুষ। কেউ তুলে নিয়েছেন অস্ত্র, কেউ বেছে নিয়েছেন পালানোর পথ। তবে যুদ্ধ বা পালানো কোনও পথেই যাননি ওডেসার মানুষ। বরং নিজেদের মতো করে শহরটাকে বাঁচানোর চেষ্টা শুরু করেছেন তারা। এত সংশয়, এত ভয় তবুও নিজেদের বিশ্বাসে অটল ওডেসাবাসী। শত্রুশক্তির কবল থেকে নিজের দেশকে বাঁচাতে পারবেন বলেই আশায় বুক বেঁধেছেন সেখানকার বাচ্চা থেকে বুড়ো।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি