ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মানবিক বিপর্যয়ের মুখে মারিউপোলের বাসিন্দারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ৬ মার্চ ২০২২ | আপডেট: ১৬:৩০, ৬ মার্চ ২০২২

রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন। এখন মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে দেশটির মারিউপোল এবং সামি শহরের বাসিন্দারা। 

রোববার সকালে ইউক্রেনের গণমাধ্যমকে দেশটির একজন সরকারি কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। 

দেশটির সরকারি উপদেষ্টা ভাদিম ডেনিসকো বলেছেন, “উত্তর সামি অঞ্চলের আখতারকা এবং ট্রস্টিয়ানেট শহরে বর্তমানে বিদ্যুৎ এবং পানির সরবরাহ বন্ধ।“

এই মানবিক সঙ্কটের পরেও শনিবার রাত তুলনামূলক শান্তিপূর্ণভাবে কেটেছে বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা। 

তিনি বলেন, “এরআগে শোনা গিয়েছিল যুদ্ধবিরতি হয়েছে। অর্থাৎ মারিউপোল শহরের বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার অনুমতি মিলেছে। তবে এজন্য খুব একটা সময় পাওয়া যায়নি। কারণ তার আগেই আবারও গোলাগুলি শুরু হয়ে গেছে।“ 

এদিকে ইউক্রেনের বিদ্রোহীচালিত দোনেতস্কের একজন কর্মকর্তা এডোয়ার্ড বাসুরিনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ান ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলেছে যে এই মানবিক কোরিডোরটি রোববার আবারও চালু করা হতে পারে।  

অর্থাৎ আবারও শহর ছাড়ার জন্য সময় পাবেন সেখানকার সাধারণ নাগরিকরা। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি