ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তাইওয়ানের সাথে অস্ত্র বিক্রি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ৩০ জুন ২০১৭ | আপডেট: ১৭:১১, ৩০ জুন ২০১৭

তাইওয়ানের সাথে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্রগুলোর মধ্যে  অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং টর্পেডোও রয়েছে।
তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের এই চুক্তির ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এমন চুক্তি চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে হুমকির মুখে ঠেলে দিবে, এমন হুশিয়ারি দিয়েছেন ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত কুই তিয়েনকাই। তিনি বলেছেন, এই চুক্তি এক চীন নীতিরও পরিপন্থী। যদিও ট্রাম্প প্রশাসন বলছে, তাইওয়ানের সাথে অস্ত্র চুক্তি ওই নীতিতে কোন প্রভাব ফেলবে না।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি