ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কাশ্মীরের বাজারে বিস্ফোরণে নিহত ১, আহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ৬ মার্চ ২০২২ | আপডেট: ২১:১৫, ৬ মার্চ ২০২২

বিস্ফোরণ পরবর্তী অবস্থা

বিস্ফোরণ পরবর্তী অবস্থা

কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ব্যস্ততম বাজারে জঙ্গি গোষ্ঠীর গ্রেনেড বিস্ফোরণে অন্তত এক জনের মৃত্যু এবং এক কিশোরী ও পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় আমিরা কাদাল ব্রিজের কাছেই হরি সিং হাই মার্কেটে আচমকা ওই বিস্ফোরণ হয়।

শ্রীনগর পুলিশ জানিয়েছে, একজন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। এক কিশোরীও জখম হয়েছেন। অন্য়দিকে স্পিল্ন্টারের আঘাতে ২৩ জন সাধারণ মানুষ ও এক পুলিশ কর্মী জখম হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল। 

শ্রীনগরের পুলিশ সুপার রাকেশ বালাওয়াল বলেন, ৭০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববারের ব্যস্ততম বাজারে ভিড়ের মধ্যেই ওই গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়।

মধ্য কাশ্মীর পুলিশের ডিআইজি সুজিত কুমার বলেন, সিসি ক্য়ামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চারদিকে নিরাপত্তারক্ষী ছিলেন। সেখানে কোনও ঘাটতি ছিল না। 

এদিকে সাধারণ মানুষকেও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তবে পুলিশের দাবি, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকেই টার্গেট করা হয়েছিল। আহত ওই পুলিশকর্মীর পায়ে আঘাত লেগেছে।

এদিকে এই হামলার নিন্দা জানিয়ে ন্যাশানাল কনফারেন্সের সভাপতি ওমর আবদুল্লাহ টুইট করে জানান, এই ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। 

তবে কিছুটা ক্ষোভ প্রকাশ করে পিপলস ডেমক্র্যাটিক পার্টির সভাপতি মেহেবুবা মুফতি বলেছেন, ভারত ও পাকিস্তান কেউই এ নিয়ে মাথা ঘামাচ্ছে না। জীবন দিয়ে মাসুল গুণছেন কাশ্মীরের সাধারণ মানুষ। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি