ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাতীয়তা বিবেচনা না করে ইউক্রেনের শরণার্থী নেবে জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ৭ মার্চ ২০২২

ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে জাতীয়তা কোনও ভূমিকা রাখবে না বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার। 

ইউক্রেন থেকে এরই মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ ইউরোপের প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন৷

জার্মান গণমাধ্যম বিল্ড আম সনটাগকে ফেজার জানান, ‘‘আমরা জীবন বাঁচাতে চাই৷ জীবন পাসপোর্টের ওপর নির্ভর করে না৷''

বৃহস্পতিবার জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন থেকে দশ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমিয়েছে৷ রোববার সেই সংখ্যা  ১৫ লাখে পৌঁছেছে।

পোল্যান্ড ও জার্মানির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সাত লাখ ৮৭ হাজার তিনশ' মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন৷ জার্মানিতে এ সংখ্যা প্রায় ৩০ হাজার৷

ইউক্রেন থেকে পালানোর চেষ্টা করার সময় অশ্বেতাঙ্গ শরণার্থীরা বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে৷ জাতিসংঘের প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে৷ এই আলোচনার পরিপ্রেক্ষিতেই জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দিলেন৷

ফেজার বলেছেন, ‘‘যারা পালাচ্ছেন, তাদের অধিকাংশই ইউক্রেনের নাগরিক৷ অন্য দেশের যেসব নাগরিকের ইউক্রেনে স্থায়ী বসবাসের অনুমতি ছিল, তারাও সেই পরিচয় নিয়েই আসবেন৷''

ইউক্রেন থেকে আসা মানুষদের কোনো জটিল আশ্রয় আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী৷ ইউক্রেনিয়ানদের নিরাপত্তায় ইউরোপের বিভিন্ন দেশের সহযোগিতাকে ‘ঐতিহাসিক' বলেও উল্লেখ করেন তিনি৷

৩ মার্চ ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের শরণার্থীদের সাময়িক নিরাপত্তায় ব্যবস্থা নিতে একমত হয়৷ একই ধরনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও৷

তবে ইউরোপীয় ইউনিয়নের এই ঘোষণা শিক্ষার্থী বা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ বিদেশি নাগরিকদের অনেকেই এরই মধ্যে নিরাপদে নিজেদের দেশে পৌঁছাতে পেরেছেন৷

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর বিভিন্ন সীমান্তে শরণার্থীদের যে চাপ তৈরি হয়েছিল, এখন তা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে৷ কিন্তু এখনও অনেক শহরে ইউক্রেনের নাগরিক ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থী আটকা পড়ে আছেন বলেও সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম৷

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি