ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দুইদিনে রাশিয়ার সৈন্যদের অগ্রগতি কমে গেছে: যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ৭ মার্চ ২০২২

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে বেশ বড় আকারে রাশিয়ার বিমান হামলা এবং গোলাবর্ষণ বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। তারপরেও রাশিয়ার সৈন্যরা খুবই কম এগোতে পেরেছে বলে মনে করছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ইউক্রেনের যোদ্ধাদের শক্ত প্রতিরোধের কারণে তারা ব্যাপক বাধার মুখে পড়েছে বলে মনে করছে যুক্তরাজ্য।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিদিনের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ''রাশিয়া খুব তাড়াতাড়ি তাদের পরিকল্পিত লক্ষ্য অর্জন করতে পারবে, তার সম্ভাবনা খুব কম।''

''সাম্প্রতিক হামলায় খারকিভ, মাইকোলায়িভ, চেরনিহিভ এবং মারিউপোল লক্ষ্য করে হামলা বেড়েছে,'' বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি