ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘চোখের পলকেই শেষ দুই শিশুসহ গোটা পরিবার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ৭ মার্চ ২০২২

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ দিনে দিনে বিপর্যয়ের মাত্রা ছাড়িয়ে চলেছে। দিনে দিনে বেড়ে চলেছে লাশের মিছিল।

গতদিন কিয়েভের পশ্চিমের জেলা ইরপিন ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় একটি সেতুর উপর গুলিবর্ষণ করে রাশিয়ান বাহিনী।

ইরপিনের মেয়র ওলেক্সান্ডার মার্কুশিন রোববার এক বিবৃতিতে বলেছেন, "একটি পরিবারের সকলে মারা গেছে,আমার চোখের সামনে দুটি ছোট শিশু এবং দুটি প্রাপ্তবয়স্ক মারা গেছে।"

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে দেহগুলি প্লাস্টিকের চাদরে ঢাকা রয়েছে। তাদের সামনে রয়েছে একটি সুটকেস।

এর আগে কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন জানানো হয়েছে, ক্রমবর্ধমান মানবিক সঙ্কটের সামধানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

একই  আবেদনে আরো বলা হয়েছে, ‘‘রাশিয়ার হামলার ফলে হাজার হাজার মানুষ স্বাভাবিক জীবনযাত্রা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। কিছু এলাকায় গত পাঁচ-সাত দিন ধরে পানি, খাবার, বিদ্যুৎ, চিকিৎসা নেই। তাদের জীবিকা নির্বাহের কোনও উপায় না থাকায় তারা অসহায় অবস্থা দিন কাটাচ্ছেন।’’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের তথ্য সূত্রে জানা যায়, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে ২৬০ জন অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে শরণার্থী হয়েছে।

এদিকে মেয়র মার্কশিন জানান, “ইরপিনে যুদ্ধ চলমান, ইরপিন আত্মসমর্পণ করেনি। ইরপিনের কিছু অংশ প্রকৃতপক্ষে রাশিয়ান আক্রমণকারীরা দখল করেছিল, কিন্তু ইরপিনের কিছু অংশ যুদ্ধ করছে এবং আত্মসমর্পণ করছে না। আগামীকাল সকালে আরেকটি উচ্ছেদ শুরু হবে।”

সূত্রঃ সিএনএন, আনন্দবাজার অনলাইন

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি