ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কিয়েভসহ চার শহরে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ৭ মার্চ ২০২২

বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চারটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে।

যাতে কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সামি শহর থেকে বেসামরিক লোকজন নিরাপদে সরে যাওয়ার সুযোগ পায়।  

এই শহরগুলোতে গত কয়েক দিন ধরে লাগাতার আক্রমণ চালিয়ে আসছে রুশ বাহিনী। সেখানে মানবিক সহায়তার কোরিডোর খোলার বিষয়ে ইউক্রেনের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ ছাড়তে চান এমন বেসামরিকরা চাইলে আকাশপথে রাশিয়ায় যেতে পারবেন। বেসামরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াগুলো তারা ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

গত কয়েক দিনের মধ্যে মারিওপোল ও নিকটবর্তী শহর ভলনোবাখা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য অস্ত্রবিরতি কার্যকর করার দুটি পরিকল্পনা ভেস্তে যায় সেজন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করে আসছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু মারিওপোল থেকেই দুই লাখ মানুষ বা শহরটির অর্ধেক বাসিন্দাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে তারা।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি