ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

তৃতীয় দফা বৈঠকের জন্য রওয়ানা হয়েছে রুশ প্রতিনিধিদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ৭ মার্চ ২০২২

ইউক্রেনের সাথে তৃতীয় দফা অলোচনার জন্য রুশ প্রতিনিধিদল মস্কো থেকে বেলারুশে রওয়ানা হয়েছে বলে স্পুটনিক বেলারুশ সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে খবর দিচ্ছে রয়টর্স বার্তা সংস্থা।

আজ সোমবার তৃতীয় বৈঠকটি হওয়ার কথা।

ইউক্রেনের যেসব জায়গায় যুদ্ধ চলছে সেখান থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার সুযোগ তৈরির জন্য মানবিক করিডোর খোলার ব্যাপারে গত সপ্তাহের বৈঠকে মীমাংসা হয়।

কিন্তু সেই করিডোর নিশ্চিত করতে যে সাময়িক যুদ্ধবিরতি দরকার তা পালন না করার জন্য দুই পক্ষ পরস্পরকে দায়ী করছে।

রাশিয়া বলছে তারা মোট ছয়টি মানবিক করিডোর খুলেছে, কিন্তু ইউক্রেন সরকার অভিযোগ করছে এসব করিডোরের সবই রাশিয়া এবং বেলারুশ-মুখী।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় বিশ্বের বিভিন্ন দেশে দেশে বিক্ষোভ চলছে। খোদ রাশিয়াতেই চলছে প্রতিবাদ-বিক্ষোভ। দেশটি যুদ্ধবিরোধী এসব বিক্ষোভ থেকে রোববার চার হাজার তিনশ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কর্মী এবং কর্তৃপক্ষ।

এর মধ্যে সতেরশো ব্যক্তিকে আটক করা হয়েছে শুধু মস্কো থেকে। মোট ৫৩টি শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।

সাম্প্রতিককালে রাশিয়াতে বিক্ষোভের উপর নানারকম বিধি-নিষেধ আরোপ করা সত্ত্বেও ইউক্রেনে হামলার প্রতিবাদে বহু বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি