ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রুশ বাহিনীকে হটিয়ে চাউহিউভ পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ৭ মার্চ ২০২২ | আপডেট: ২১:১৩, ৭ মার্চ ২০২২

রাশিয়ার সামরিক বাহিনী ব্যাপক গোলাবর্ষণের মাধ্যমে দখলে নিয়েছিল চাউহিউভ। ইউক্রেনের গুরুত্বপূর্ণ এই শহর রুশ বাহিনীকে হটিয়ে ফের দখলে নিয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা।

ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন যে, রাশিয়ার সৈন্যদের হটিয়ে পূর্বাঞ্চলীয় শহর চাউহিউভ পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে তাদের বাহিনী। খবর বিবিসির

একটি ফেসবুক বার্তায় ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার সৈন্যদের হটিয়ে তাদের বাহিনী পুরনায় শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। যুদ্ধে রাশিয়ার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তারা দাবি করেছে।

সেই সময় লড়াইয়ে রাশিয়ার দুইজন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। চাউহিউভ শহরে ৩১ হাজার মানুষ বসবাস করে।

তবে তাদের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের ২৩ মাইল দূরত্বে থাকা চাউহিউভ কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ শহর। গত এক সপ্তাহ ধরেই শহরটির ওপর ভারী গোলাবর্ষণ করছিল রাশিয়ার বাহিনী।

বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ, দ্বিতীয় জনবহুল শহর খারকিভ, বন্দরনগরী মারিওপোল ও পূর্বাঞ্চলীয় শহর সুমাইয়ে অস্ত্রবিরতির ঘোষণা করেছে রাশিয়া। এদিকে শান্তি আলোচনা এগিয়ে নিতে তৃতীয় দফা বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি