ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ার জ্বালানির বিকল্প তৈরির প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৮ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বর্তমানে রাশিয়া থেকে মোট চাহিদার প্রায় অর্ধেক গ্যাস ও কয়লা, তেলের এক তৃতীয়াংশ আমদানি করে থাকে ইইউর দেশগুলো।

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ফ্রান্সে একটি বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

সেখানে ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘ইউরোপীয় ইতিহাসের বিশাল পালাবদল’ বলে বর্ণনা করা হয়েছে।

সেখানে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি জ্বালানির জন্য রাশিয়ার বদলে অন্য বিকল্প খোঁজার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে।

রাশিয়া থেকে বর্তমানে আট শতাংশ তেল আমদানিকারক যুক্তরাষ্ট্র সৌদি আরব, ভেনেজুয়েলা এবং ইরানের মতো দেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে।
সূত্র: বিবিসি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি