ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সুদানে সেনাশাসক বিরোধী বিক্ষোভে গুলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৮ মার্চ ২০২২

সুদানের রাজধানী খার্তুমের সড়কে সেনাশাসক বিরোধী হাজারো মানুষের বিক্ষোভে গুলি চালান হয়েছে। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। 

সংবাদমাদ্যমগুলো বলছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালালে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

দেশটির পুলিশ জানায়, আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালালে তাদের প্রতিহত করতে ফাঁকা গুলি ছোড়া হয়। 

এদিকে বিক্ষোভকারীরা বলছেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে। দাবি না মানা পর্যন্ত সড়ক থেকে তাদের কেউ সরাতে পারবে না বলে জানান আন্দোলনকারীরা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি