ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নাইজেরিয়ায় ৬২ পাহারাদারকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ৮ মার্চ ২০২২ | আপডেট: ১৭:৪২, ৮ মার্চ ২০২২

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে বন্দুকধারীদের হামলায় একটি স্বেচ্ছাসেবী পাহারাদার দলের অন্তত ৬২ সদস্য নিহত হয়েছেন। রোববার রাতে রাজ্যটির সাকাবা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাহারাদার দলের প্রধান উসমান সানি।

দেশটিতে স্বেচ্ছাসেবী পাহারাদারদের বিভিন্ন দল গ্রাম ও শহরগুলোর নিরাপত্তায় সহায়তা করে আসছে। তাদের ওপরেই এই হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

পাহারাদার দলের প্রধান উসমান সানি জানিয়েছেন, তাদের দলটি রোববার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু কোনোভাবে ডাকাতরা এ পরিকল্পনার কথা জেনে যায়। তারপর ওরা আমাদের ঘিরে ফেলে এবং বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে শুরু করে। 

এতে তাদের দলের ৬২ জন নিহত হন বলে জানিয়েছেন তিনি।

চলতি বছরের মধ্য জানুয়ারির পর রাজ্যটিতে এটাই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। এর আগে কেবিতে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল। সূত্র- রয়টার্স।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি