ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ইউক্রেনে ১ হাজার ২০৭ জন মানুষ হতাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ৮ মার্চ ২০২২ | আপডেট: ২২:২১, ৮ মার্চ ২০২২

রাশিয়ার হামলায় ইউক্রেনে হতাহত বেসামরিক মানুষের সংখ্যা এ পর্যন্ত ১ হাজার ২০৭ জন। জাতিসংঘের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনে গত ২৪শে ফেব্রুয়ারি রুশ অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত এসব বেসামরিক লোক হতাহত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার লিজ থ্রোসেল বলেন, এর মধ্যে ৪০৬ জন নিহত এবং ৮০১ জন আহত হয়েছেন, তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। খবর বিবিসির

বেশিরভাগ মানুষই বিমান হামলা ও বিস্ফোরক অস্ত্রে আহত হয়েছেন। ইউক্রেনের শহরগুলোতে শত শত আবাসিক ভবন ধ্বংস হয়েছে।

নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া জাতিসংঘ বলছে, যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য রাশিয়ায় প্রায় ১২ হাজার ৭০০ লোককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের পরিস্থিতিকে “দুর্ভাবনার” বলে বর্ণনা করে 'সর্বোচ্চ সংযমের' আহ্বান জানিয়েছেন।

শি আজ ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সাথে এক ভার্চুয়াল বৈঠক করার সময় এ কথা বলেন।

চীনা প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার শান্তি আলোচনাকে তিন দেশেরই সমর্থন দেয়া উচিত, এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার ওপর অগ্রাধিকার দিতে হবে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি