ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ৮ মার্চ ২০২২ | আপডেট: ০৮:৩৪, ৯ মার্চ ২০২২

প্রেসিডেন্ট জো বাইডেন আজ যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, আজই বা আরও পরের দিকে তিনি এ পদক্ষেপের কথা ঘোষণা করবেন। খবর বিবিসির

ইউক্রেনে রুশ অভিযানের প্রতিক্রিয়ায় এটি হতে যাচ্ছে রাশিয়ার ওপর সবশেষ নিষেধাজ্ঞা। মার্কিন আইনপ্রণেতারা এ পদক্ষেপ নেবার জন্য বাইডেন প্রশাসনের ওপর চাপ দিচ্ছিলেন।

যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করার কথা ঘোষণা করতে যাচ্ছে বলে বিবিসি জানাচ্ছে।

প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আরো পরের দিকে একথা ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে – আগামী কয়েকমাসে পর্যায়ক্রমে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, এবং রাশিয়ার গ্যাস এর আওতায় পড়বে না।

এদিকে বৃহৎ তেল কোম্পানি শেল বলছে, গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি তেলের একটি চালান কেনার জন্য তারা দুঃখিত।

এক বিবৃতিতে শেল বলেছে, রুশ অশোধিত তেল কেনার ‘সিদ্ধান্তটি ভুল ছিল।’

কোম্পানিটি আরো বলছে, তারা রুশ তেল কেনা অবিলম্বে বন্ধ করবে এবং রাশিয়ায় তাদের সার্ভিস স্টেশন ও বিমানের জ্বালানি ও লুব্রিক্যান্টস সংক্রান্ত কার্যক্রমও থামিয়ে দেবে। রাশিয়ার সাথে অন্যান্য যোগাযোগও পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি