ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাশিয়ার বিমান আটক করতে পারবে যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ৯ মার্চ ২০২২

ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। এতে এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (৯ মার্চ) ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস একথা জানান।

তিনি বলেন, ‘‘ তার দেশের সরকার ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক মঞ্চে রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য কাজ করবে। নতুন এই নিষেধাজ্ঞা রাশিয়া এবং ক্রেমলিনের ঘনিষ্ঠদের জন্য অর্থনৈতিক বিপদ ডেকে আনবে।’’

দেশটির পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, ‘‘রুশ বিমান নিষিদ্ধ করা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য হলো প্রথম দেশ। বুধবার আমরা রাশিয়ার বিমানকে যুক্তরাজ্যের আকাশসীমায় পরিচালনা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে নিয়ে এ বিষয়ে আরও এগিয়ে গেছি।’’

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের রাজনৈতিক সম্পাদক নিক ওয়াট জানান, এই পদক্ষেপটি রাশিয়ান মালিকানাধীন বিমানবহরকে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে নয়। মূলত দেশটির সরকারি বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাজ্যের ওপর দিয়ে উড়তে নিষেধা করা হয়েছে। তবে যে সমস্ত ব্যক্তিগত বিমান রাশিয়ার ধনী ব্যক্তিদের নিয়ে যুক্তরাজ্যের আকাশ সীমার ওপর দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করবে সেগুলোকে নিষেধাজ্ঞার মধ্যে আনা হবে।

সূত্র: বিবিসি
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি