ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হাসপাতালে বোমার পর আবারও ‘নো ফ্লাই জোন’ দাবি জেলেনস্কির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ১০ মার্চ ২০২২

মারিউপোল শহরে একটি শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

এঘটনার ভিডিও ফুটেজ সহ তিনি টুইট করেন, "নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।"

তিনি অবিলম্বে ইউক্রেনের আকাশে 'নো ফ্লাই জোন' কার্যকরের জন্য আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের ক্ষমতা আছে কিন্তু আপনারা মানবতা হারিয়ে ফেলছেন।"

যুক্তরাষ্ট্র ও অন্য নেটোভুক্ত দেশগুলো বারবার নো-ফ্লাই জোনের দাবি প্রত্যাখ্যান করে আসছে।

রুশ বোমা হামলায় হাসপাতালটির শিশু ও প্রসূতি বিভাগ ধ্বংস হয়ে গেছে বলে শহরটির পৌর কর্তৃপক্ষ ফেসবুকে এক বার্তায় জানান।

ইউক্রেনের একজন এমপিও এ ঘটনার ভিডিও শেয়ার করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি