ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অস্ট্রিয়ায় বাধ্যতামূলক ভ্যাকসিন গ্রহণের আইন বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ১০ মার্চ ২০২২

অস্ট্রিয়ায় একমাসের মাথায় বাতিল করা হয়েছে করোনাভাইরাস প্রতিরোধ ভ্যাকসিনের বাধ্যতামূলক আইন। এটাই ইউরোপের কোনো দেশে কোভিড ভ্যাকসিন আইন বাতিলের প্রথম ঘটনা। 

কর্তৃপক্ষ জানায়, ফেব্রুয়ারি মাসে দেশটিতে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক ঘোষণা করে আইন জারি করে সরকার। ভ্যাকসিন না নিলে ৩ হাজার ৬ ইউরো পর্যন্ত জরিমানারও বিধান রাখা হয়। 

তবে, একমাস পার হলেও ৯০ লাখ মানুষের দেশটিতে ভ্যাকসিন গ্রহনের সংখ্যা উল্লেখযোগ্যহারে বাড়েনি। এ অবস্থায় ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে আইন বাতিল করেছে অস্ট্রিয়া সরকার। 

ইউরোপের অন্য দেশগুলোতেও ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ বাড়ছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি