ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউক্রেনে নতুন দুই শহরে রুশ বাহিনীর বোমাবর্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ১১ মার্চ ২০২২

যুদ্ধে নিহত ইউক্রেনীয় এক সেনার অভিভাবকরা দাঁড়িয়ে রয়েছেন সন্তানের কফিনের সামনে- ছবি: বিবিসি

যুদ্ধে নিহত ইউক্রেনীয় এক সেনার অভিভাবকরা দাঁড়িয়ে রয়েছেন সন্তানের কফিনের সামনে- ছবি: বিবিসি

ইউক্রেনের আরো দুই শহরে বোমাবর্ষণ শুরু করেছে রুশ বাহিনী।

রাজধানী কিয়েভ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শহরের নাগরিকদের অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

অনেকে বোমা হামলা থেকে বাঁচতে মাটির নিচে মেট্রো স্টেশনগুলোতে অবস্থান নিয়েছেন।

পশ্চিম ইউক্রেনের ইভানো ফ্র্যাঙ্কিভস্ক শহরে বোমাবর্ষণ করেছে রুশ বাহিনী।

স্থানীয় গণমাধ্যম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করছে যে, উত্তর-পশ্চিমের শহর লুৎস্কের পাশাপাশি ইভানো-ফ্র্যাঙ্কিভস্কেও বোমা হামলা করা হয়েছে।

মস্কোর প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হচ্ছে যে ‘উচ্চ মাত্রায় নির্ভুল আঘাত করতে সক্ষম’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের পশ্চিমে সেনাবাহিনীর দু’টি ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে।

ইউক্রেনের দক্ষিণ-পূর্বের শহর দিনিপ্রোতে হওয়া হামলায় এখন পর্যন্ত একজন মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ (এসইএস) জানাচ্ছে দিনিপ্রোর নভোকোদাৎস্কি অঞ্চলে ঐ ব্যক্তি মারা গেছেন।

এসইএস বলছে, “সকাল ৬টা ১০মিনিটের দিকে শহরে তিনটি বিমান হামলা চালানো হয়। একটি কিন্ডারগার্টেন এবং একটি বাসভবনে বোমা আঘাত করে।”

দোতলা একটি জুতার ফ্যাক্টরিও বোমা হামলার শিকার হয় এবং সেটিতে আগুন ধরে যায়।

এদিকে, ইউক্রেন অভিযোগ করেছে যে রুশ বাহিনী একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে বোমা হামলা করেছে – যার প্রেক্ষিতে মস্কোর বিরুদ্ধে ‘পারমাণবিক সন্ত্রাস’এর অভিযোগ তুলেছে তারা।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক নিয়ন্ত্রকের পরিদর্শকের কার্যালয় থেকে জানানো হয়েছে যে উত্তর-পূর্বের শহর খারকিভে বিদ্যুত বন্ধ হয়ে গেছে এবং বৃহস্পতিবারের বোমাবর্ষণে ‘অতিমাত্রায়’ ক্ষয়ক্ষতি হয়েছে।

রাশিয়া এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: বিবিসি
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি