ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রুশ সেনাদের মায়েদের প্রতি জেলেনস্কির আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১২ মার্চ ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ইউক্রেন যুদ্ধে সন্তানদের না পাঠাতে সেনাদের মাদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

টেলিগ্রামে দেয়া এক ভিডিও ভাষণে জেলানস্কি বলেন, “আমি রাশিয়ার মাদের, বিশেষকরে অতিরিক্ত সৈন্যের মাদের এখন আবারো বলতে চাই বিদেশি কোন দেশের যুদ্ধে আপনাদের সন্তানদের পাঠাবেন না।”

তিনি বলেন, “আপনার সন্তান কোথায় রয়েছে যাচাই করুন। এক্ষেত্রে আপনার বিন্দু পরিমাণ সন্দেহ থাকলে, আপনার সন্তানকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে। তাকে হত্যার বা আটকের হাত থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নিন।”

তিনি আরো বলেন, “ইউক্রেন কখনোই এই ভয়ঙ্কর যুদ্ধ চায় না। ইউক্রেন এমন যুদ্ধ করতেও চায় না। তবে তারা সর্বাত্মকভাবে নিজেদর রক্ষা করবে।”

বুধবার রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে অতিরিক্ত সৈন্য উপস্থিতির কথা স্বীকার করে ঘোষণা দিয়েছে যে, তাদের বাড়তি সৈন্যরা বন্দিদের গ্রহণ করছে। এরআগে, মস্কো জোর দাবি করে বলেছিল যে কেবলমাত্র তাদের দেশের পেশাদার সৈন্যরা ইউক্রেনে যুদ্ধ করছে।

মায়েদের না জানিয়ে তাদের সন্তানদের ইউক্রেন যুদ্ধে পাঠানো যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দেয়ার পর জেলানস্কি এমন আহ্বান জানালেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি