ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দারফুরে নতুন করে সংঘর্ষে ১৯ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ১২ মার্চ ২০২২ | আপডেট: ১৬:১৮, ১২ মার্চ ২০২২

বাড়িঘর পুড়ে যাওয়ার দৃশ্য

বাড়িঘর পুড়ে যাওয়ার দৃশ্য

সুদানের সংঘাতপূর্ণ দারফুরের প্রত্যন্ত অঞ্চলে সর্বশেষ সহিংসতায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে সেখানে চলতি সপ্তাহে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সহিংসতায় ৩৫ জনের প্রাণহানি ঘটল। দেশটির কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানান।

কর্মকর্তারা জানান, শাদ সীমান্তবর্তী পশ্চিম দারফুর রাজ্যের জেবেল মুনে সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে বৃহস্পতিবার সর্বশেষ এই সহিংসতা শুরু হয়। 

ত্রাণ সাহায্য সংস্থা জেনারেল কোঅর্ডিনেশন ফর দ্য রিফিউজিস এন্ড ডিসপ্লেসড ইন দারফুরের মুখপাত্র আদম রিগ্যাল বলেন, এ সহিংসতায় অন্তত ১৯ জন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে।

এর আগে তিনি বেশ কিছু সংখ্যক লোকের আহত ও নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন। চারটি গ্রাম পুরোপুরি পুড়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। 

একজন পার্বত্য নেতা জানান, মিলিশিয়ারা জেবেল মুনের গ্রামগুলিতে সশস্ত্র হামলা চালায়। একই অঞ্চলে শনিবার ও সোমবার সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। 

জাতিসংঘ বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে জেবেল মুন ও দারফুরের অন্যান্য এলাকায় সহিংসতায় অনেক লোকের প্রাণহানি ঘটে এবং শত শত বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। 

উল্লেখ্য, দারফুর অঞ্চলে সংঘর্ষ ছাড়াও ধর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেয়া এবং জাতিসংঘ ঘাঁটিতে লুটপাট চালানো হয়। সূত্র- খালিজ টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি