ইউক্রেনের মাইকোলাইভে হাসপাতালগুলোতে গোলাবর্ষণ
প্রকাশিত : ২৩:৪০, ১২ মার্চ ২০২২
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর মাইকোলাইভের একটি ক্যান্সার নিরাময় কেন্দ্র ও একটি চক্ষু ক্লিনিকসহ কয়েকটি হাসপাতালে রাতের বেলায় আগুন লেগে যায়। শনিবার একজন এএফপি রিপোর্টার এ কথা জানান।
ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের যেখানে রোগীরা কেমোথেরাপি নিচ্ছিল, সেখানকার জানালা উড়িয়ে দেওয়া হয়, এবং দরজা ক্ষতিগ্রস্থ হয়।
হাসপাতালের প্রধান দিমিত্রো লাগোচেভ বলেছেন, তারা কোন সামরিক উদ্দেশ্য ছাড়াই বেসামরিক এলাকায় গুলি চালিয়েছে। তিনি বলেন "এখানে একটি হাসপাতাল, একটি অনাথ আশ্রম ও একটি চক্ষু চিকিৎসা ক্লিনিক আছে।" আগুন লাগার সময় ক্যান্সার নিরাময় কেন্দ্রে কোনো রোগী বা স্বাস্থ্যকর্মী ছিল না তবে চক্ষু ক্লিনিকে অনির্দিষ্ট সংখ্যক রোগী ছিল।
ক্লিনিকের প্রধান কাসিমিরা রিলকোভা বলেন, আমরা সবাই সেলারে রাত কাটিয়েছি রাগীরা আতঙ্কিত ছিল। ইঙ্গুলস্কির আশেপাশের, অনেক বাসিন্দাকে চলে যেতে বাধ্য করা হয়।
কেআই//
আরও পড়ুন