ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

সহায়তা চায় ইউক্রেনীয় শরণার্থী নিয়ে চাপে থাকা মালদোভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ১৩:২১, ১৩ মার্চ ২০২২

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে দেশটির লোকজন। পার্শ্ববর্তী দেশ মালদোভায় প্রবেশ অব্যাহত রেখেছেন ইউক্রেনীয় শরণার্থীরা। তবে এখন শরণার্থীর চাপ সামলাতে পারছে না মালদোভা। যে কারণে এখন সাহায্য চাইছে দেশটি। 

মালদোভার প্রধানমন্ত্রী নাতালিয়া গ্যাভরিলিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন।

তিনি বলছেন, আমাদের কাছে এখন দুই লাখ ৭০ হাজার জনের বেশি মানুষ রয়েছে, যারা ইউক্রেন সীমান্ত অতিক্রম করেছেন। 

নাতালিয়া গ্যাভরিলিতা বলেন, এক লাখেরও বেশি লোক আমাদের এখানে থাকার পথ বেছে নিয়েছে। যদিও এটি অস্থায়ীভাবে, এরপরও মালদোভার মতো একটি দেশের জন্য এই সংখ্যাটি অনেক বেশি।

ইউক্রেন এবং রোমানিয়ার মাঝে মালদোভা একটি ছোট দেশ। যার জনসংখ্যা মাত্র ৫০ লাখের মতো। ইউরোপের মধ্যে অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি দেশে মালদোভা। ইউক্রেনের শরণার্থী প্রবেশের কারণে তাদের জনসংখ্যা প্রায় চার শতাংশ বেড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী আরও বলেন, ইউক্রেন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ মালদোভায় আসছেন। মালদোভার বেসামরিক নাগরিকরা আগতদের আশ্রয় ও যত্ন নিচ্ছেন।

তিনি বলেন, "আমরা এই যুদ্ধের অর্থনৈতিক পরিণতি নিয়ে খুবই চিন্তিত। এই অর্থনৈতিক পরিণতি ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশ মালদোভায় আঘাত করছে। আমাদের অবশ্যই বাইরের সাহায্য দরকার।"

সূত্র: বিবিসি

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি