ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ১৩:১৭, ১৩ মার্চ ২০২২

পশ্চিম ইউক্রেনের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলাসহ ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

রোববার স্থানীয় সময় সকালে এই হামলা হয় বলে জানান  ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

দেশটির এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহর থেকে ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা ইয়াভোরিভে অবস্থিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে রুশ হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।

হামলার সময় ওই অঞ্চলে বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন বলে জানিয়েছেন আশেপাশের এলাকার বাসিন্দারা। 

পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরের লিভভের পাশাপাশি রোববার স্থানীয় সময় সকালে পশ্চিমের আরেক শহর ইভানো-ফ্রাঙ্কিভস্কেও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পশ্চিমের এই শহরগুলো ছাড়াও রোববার সকালে ইউক্রেনের বিভিন্ন অংশেই বিমান হামলার সতর্কতামূলক সাইরেন শোনা গেছে।

সূত্র: বিবিসি

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি