ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সামরিক ঘাঁটিতে নিহত বেড়ে ৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ১৩ মার্চ ২০২২

পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বিশাল এক ইউক্রেনিয় সামরিক ঘাঁটিতে প্রায় ৩০টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। সামরিক ঘাঁটিটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভের কেন্দ্র থেকে ৬০ কিমি দূরে।

লাভিভের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৩৪ জন। খবর বিবিসির

গতকাল শনিবার রাশিয়া সতর্ক করে যে পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনকে দেওয়া সামরিক বহর তাদের 'বৈধ টার্গেট'। পরদিনই পোল্যান্ড সীমান্তের কাছে এই সামরিক ঘাঁটিতে এই হামলা হলো।

প্রায় ৩৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে ন্যাটো বাহিনীর সাথে ইউক্রেনের সেনাবাহিনী যৌথ মহড়া করতো। ন্যাটো প্রশিক্ষকরা ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণও দিত এখানে।

হামলার সময় সেখানে বিদেশি কোনো সামরিক প্রশিক্ষক ছিলেন কিনা তা জানা যায়নি। তবে ফেব্রুয়ারিতেও মার্কিন সামরিক প্রশিক্ষকরা এখানে ছিলেন।

বিশাল আয়তনের এই সামরিক ঘাঁটিতে প্রায় ১৮০০ লোকের বসবাসের জায়গা রয়েছে, তবে হামলার সময় কতজন সেখানে ছিল তা পরিষ্কার নয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেযনিকভ টুইট করেছেন, ‘ইইউ-ন্যাটো সীমান্তের কাছে শান্তি ও নিরাপত্তার ওপর এটি নতুন আরেকটি সন্ত্রাসী হামলা।’

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি