ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনে আহত সেনাদের দেখতে হাসপাতালে জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ১৪ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রাশিয়ার হামলায় আহত সেনাদের দেখতে হাসপাতালে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি সামরিক হাসপাতালে গিয়ে তিনি সেনাদের সঙ্গে কথা বলে সেলফিও তুলেছেন। 

এ সময় জেলেনস্কি "ইউক্রেনের ডিফেন্ডারদের" তাদের সাহসিকতার জন্য পদক দিয়ে ভূষিত করেছেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় এক হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

শুক্রবার (১১ মার্চ) ইউক্রেন সেনাদের কাছে ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন বলেও জানান তিনি।

এদিকে রুশ হামলা পর এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ২৭ লাখ নাগরিক। জাতিসংঘের সবশেষ তথ্যে এমনটি জানানো হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

এর আগে স্থানীয় সময় শনিবার গভীর রাতে জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, "রাশিয়ান হানাদাররা ইউক্রেন দখল করতে পারবে না। তাদের এমন শক্তি নেই।" 

তিনি আরও বলেন "ইউক্রেন আক্রমণ করে, রাশিয়া নিজেকে বিশ্বের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন একটি বিশাল অঞ্চলে পরিণত করেছে।"

এসবি/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি