সাহসিকতার জন্য পুরস্কার পেলেন তিন আফ্রিকান নারী
প্রকাশিত : ১২:৪০, ১৫ মার্চ ২০২২
ভিন ভিন্ন কাজে সাহসিকতা দেখানোর জন্য ৩ জন আফ্রিকান নারীকে পুরস্কৃত করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। তারা হলেন রোগচান্দা পাসকো, ফেসিয়া বোয়েনোহ হ্যারিস ও লিবিয়ার নাজলা মাঙ্গুশ।
এক প্রেস বিবৃতি অনুযায়ী, “শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা এবং সমতার পক্ষে কথা বলার ক্ষেত্রে ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ২০২২ সালের আন্তর্জাতিক সাহসী পুরস্কারে সম্মানিত হওয়া এক ডজন নারীর মধ্যে এই তিনজন আফ্রিকান নারীও রয়েছেন, যারা কাজ করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন”।
সোমবার তাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হয়। মহামারীর কারণে, এ বছর অনুষ্ঠানটি ওয়াশিংটনে ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত না হয়ে, ভার্চুয়ালি তাদের সবাইকে একত্রিত করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এছাড়া ফার্স্ট লেডি জিল বাইডেনসহ অনেকেই এতে বক্তব্য রাখেন।
সূত্রঃ ভয়েস অফ আমেরিকা
আরএমএ
আরও পড়ুন