ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রুশ সেনাদের আত্মসমর্পণ করতে বললেন জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ১৫ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রাশিয়ার আগ্রাসনে অংশ নেওয়া রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে একটি ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়েছেন তিনি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের একটি সুযোগ দিচ্ছি। বেঁচে থাকার সুযোগ। আপনারা যদি আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে মানুষের সঙ্গে যেভাবে আচরণ করা উচিত, সেভাবে শোভনীয় আচরণ করবো।’

তিনি বলেন, রাশিয়া ইতোমধ্যেই ৯০টি যুদ্ধবিমান হারিয়েছে। রুশ সেনারা ‘এমন প্রতিরোধ আশা করেনি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তার দেশ সম্পর্কে রাশিয়ায় কয়েক দশক ধরে যে  মিথ্যাচার চালানো হয়েছে, রুশ সেনারা সেই প্রপাগান্ডা বিশ্বাস করে ফেলেছে।

ইউক্রেনের পক্ষ থেকে রুশ সেনাদের প্রতি আত্মসমর্পণের আহ্বান এটিই প্রথম নয়। দুই সপ্তাহ আগেই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ আত্মসমর্পণ করলে রুশ সেনাদের সাধারণ ক্ষমার পাশাপাশি নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত ১২ মার্চ এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি দাবি করেন, ১১ মার্চ একদিনেই অর্ধসহস্রাধিক রুশ সেনা আত্মসমর্পণ করেছে। তার দাবি, এদিন প্রায় ৫০০ থেকে ৬০০ রুশ সেনা ইউক্রেনীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি