ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কিয়েভ যাচ্ছেন তিন দেশের প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১৫ মার্চ ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপের তিন দেশ চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। 

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করতে মঙ্গলবার সেখানে যাচ্ছেন তারা। 

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক টুইটে তিনি লিখেছেন, যে তিন নেতা ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সাথে দেখা করবেন।

তিনি বলেন, ‘এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে পুরো ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন নিশ্চিত করা।’ এই সফরের মাধ্যমে ইউক্রেন এবং দেশটির জনগণকে সহায়তা দেওয়ার একটি বিস্তৃত প্যাকেজ উপস্থাপনের কথাও জানান চেক প্রধানমন্ত্রী।

সূত্র: আল জাজিরা

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি