ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউরোপ-আমেরিকার নিষেধাজ্ঞা চায় না চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ১৬ মার্চ ২০২২ | আপডেট: ১৬:২৪, ১৬ মার্চ ২০২২

ইউরোপ-আমেরিকার তথা পশ্চিমা দেশগুলি তাদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপাক, এটা চায় না চীন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসকে এ কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী বেশ কিছুক্ষণ ফোনে কথা বলেন।

ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার উপরে একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ। প্রথম থেকেই তারা মস্কোর পাশে আছে, বিশ্বকে এই বার্তা দিচ্ছিল বেইজিং। 

অন্য দিকে, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে বহু দেশ রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। আমেরিকা তার মধ্যে অন্যতম। জো বাইডেন প্রশাসনের অভিযোগ, এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে কার্যত কোণঠাসা রাশিয়াকে সাহায্য করতে এগিয়ে এসেছে তার পুরনো বন্ধু দেশ চীন। 

মস্কোকে তারা সামরিক ও আর্থিক সাহায্য করছে বলে জানিয়েছে আমেরিকা। এবং বেজিংয়ের প্রতি হুমকির সুরে বাইডেন প্রশাসন জানিয়েছে, এ ভাবে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করলে তার ফল ভুগতে হবে চীনকেও। চীন এবং রাশিয়া দুই দেশই অবশ্য সামরিক সাহায্যের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তার পরেই আজ হঠাৎ উল্টো সুর চীনের গলায়।

স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াং ই বলেন, ‘চীন এই (ইউক্রেন) সমস্যার অংশীদার নয়, হতেও চায় না। আমরা এ-ও চাই না যে, আমাদের উপরে পশ্চিমি নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হোক।’

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর এই ফোনালাপ সম্বন্ধে নিজেই টুইট করেছেন স্পেনের মন্ত্রী। তিনি জানান, ওয়াং ই বলেছেন, ‘ইউক্রেন সমস্যা ইউরোপের বহু দিনের অভ্যন্তরীণ সঙ্কটের ফল।’

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি