ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পোল্যান্ডের সীমান্ত রেল বন্ধ, সমস্যায় শরণার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ১৭ মার্চ ২০২২

পোল্যান্ড সীমান্তে ইউক্রেনীয় শরণার্থীদের ভিড়। ছবি: এএফপি

পোল্যান্ড সীমান্তে ইউক্রেনীয় শরণার্থীদের ভিড়। ছবি: এএফপি

রাশিয়ার সেনাদের হামলার মধ্যেই বৃহস্পতিবার ইউক্রেন সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় রেল চলাচল বন্ধ হয়ে গেল পোল্যান্ডে। এর ফলে যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তে চলে আসা শরণার্থীরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পোল্যান্ডের পরিকাঠানো বিষয়ক মন্ত্রী আন্দ্রেজ অ্যাডামজিক বলেন, ‘রেলওয়ে সিগন্যালিং ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটিক কারণেই এই বিভ্রাট ঘটেছে। অতীতে ভারত, সিঙ্গাপুর এবং সম্ভবত পাকিস্তানেও এমন ঘটতে দেখা গিয়েছে।’ 

একটি ফরাসি সংস্থা পোল্যান্ডের রেলওয়ে ব্যবস্থার সিগন্যালিং সংক্রান্ত প্রযুক্তিগত দিকটি দেখভাল করে। বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট সংস্থাটি জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এরই মধ্যে বহু ইউক্রেনীয় শরণার্থী সীমান্তবর্তী এলাকায় আটকে পড়েছেন বলে পশ্চিমী সংবাদমাধ্যমগুলি জানিয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার যুদ্ধের ২০তম দিনে আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন’ জানিয়েছিল, এখনও পর্যন্ত ৩০ লক্ষ ইউক্রেনীয় নাগরিক রুশ হামলা থেকে প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন। তার অধিকাংশই আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি