ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৮ মার্চ ২০২২

টেক্সাসের পশ্চিমে কলেজ গলফ টিমবাহী একটি গাড়ির সঙ্গে পিকআপ ট্রাকের ধাক্কায় নয় জন নিহত হয়েছেন। পিকআপটি ১৩ বছর বয়সী এক বালক চালাচ্ছিল। 

বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

পুলিশ জানায়, তাদের কোচের সঙ্গে মঙ্গলবার রাতের দুর্ঘটনায় নিউ মেক্সিকো ভিত্তিক ইউনিভার্সিটি অব সাউথ ওয়েস্ট গলফ টিমের ছয় সদস্য নিহত হন। সংঘর্ষে ওই পিকআপে থাকা ১৩ বছর বয়সী বালক ও তার ৩৮ বছর বয়সী বাবাও মারা যান। টেক্সাসের অ্যান্ড্রিউসের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানায়, গাড়িটির সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়িতে আগুন ধরে যায়।

ইউনিভার্সিটি অব সাউথ ওয়েস্টে দুই শিক্ষার্থীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুই জনই কানাডার নাগরিক।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি