ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

লভিভ বিমানবন্দরের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৮ মার্চ ২০২২

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী।বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমাবন্দরের কাছাকাছি হামলা করা হলেও বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাপে নগরীর মেয়র আন্দ্রি সাদোভি এক পোস্টে বিমানবন্দরে হামলা হয়নি নিশ্চিত করেন।

তিনি জানান, একটি বিমান রক্ষণাবেক্ষণ প্ল্যান্টে হামলাটি হয়েছে। তবে শেষ খবর পর্যন্ত হতাহতের কোনো খবর হয়নি। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত প্ল্যান্টটিতে কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনে ‘অস্ত্র সরবরাহ বন্ধ করতে’ রুশ বাহিনী হামলাটি চালিয়েছে। কারণ ওই রুট দিয়ে পশ্চিমা অস্ত্র প্রতিবেশী পোল্যান্ড হয়ে ইউক্রেনে সরবরাহ করা হচ্ছিল।

বিবিসির প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানিয়েছেন, এ হামলার আগে স্থানীয় সময় ভোর ৬টার দিকে লভিভজুড়ে বিমান হামলার সঙ্কেত বেজে ওঠে। এর পরপরই নগরীর কেন্দ্রস্থল থেকে ৬ কিলোমিটার দূরে বিমানবন্দরের দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি