ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে ক্ষুধার তাড়নায় আত্মহত্যা বেড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ১৮ মার্চ ২০২২

চলমান যুদ্ধে বিশ্বের মনোযোগ এখন ইউক্রেইনের দিকে, ফলে আফগানিস্তানের মতো সংকটপূর্ণ জায়গাগুলোতে এখন কারও মনোযোগ নেই। তালেবান ক্ষমতা দখলের ছয় মাস পর আফগানিস্তানের অর্ধেকের বেশি জনসংখ্যা তীব্র ক্ষুধায় ভুগছে।

গত বছরের অগাস্ট থেকে দেশটিতে আত্মহত্যা তিনগুণ বেড়েছে। ক্ষুধার যন্ত্রণায় প্রতিদিন তিন থেকে চারজন আত্মহত্যা করে।

ওয়ানভয়েস নামের পডকাস্টে পামির বলছে, ‘পরিবারগুলো বাকি সদস্যদের মুখে খাবার তুলে দিতে সন্তানদের বিক্রি করছে। তাদের কোনো কাজ নেই, মানুষ আশাহীন হয়ে পড়েছে। আফগানরা তাদের কথা শোনার জন্য বিশ্বের কাছে চিৎকার করছে। তারা ভাবছে, বিশ্ব আবার তাদের কথা ভুলে গেছে।’

প্রতি সপ্তাহে আফগানরা তাদের চারপাশে যা ঘটছে তার গল্প পডকাস্টে সরাসরি শেয়ার করে থাকে পামির। বলছে, আফগানরা সন্ত্রাসের রাজ্যে বাস করছে। ২০ বছর পর ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, মেয়েরা পড়ালেখা করতে সমর্থ হয়েছে, নারীরা স্বাধীন মতো কাজ করতে পেরেছে। ফের আফগানদের জীবনে অন্ধকারের আবরণ দেখা কঠিন।

পামির অনুরোধ জানিয়েছে, ‘ওয়ানভয়েস’-এ সাবস্ক্রাইব করুন অথবা ‘ওয়ানভয়েস’ অনুসন্ধান করুন। দয়া করে তালেবানের জন্য প্রার্থনা করুন, যাতে সৃষ্টিকর্তা তাদের কঠিন হৃদয়কে কোমল করে দেয় এবং এই ভূমিতে তালেবানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয়। সৃষ্টিকর্তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। সূত্র: ফ্রন্টিয়ার পোস্ট

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি